খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
রবিবার(১৭মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে উপজেলা প্রশাসনের ও উপজেলা পরিষদ এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদ। পরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জাননো শেষ উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সটাক্টট ইউআরসি কর্মকর্তা মো. মাইন উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা উপজেলা সহকারী কমিশন ভূমি মুহাম্মদ আবুল হাসনাত খাঁন, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঝিনুক মালা ত্রিপুরা। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা থানা অফিসার ইনচার্জ ওসি মো. নুরুল হক, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা. মাহমুদা বেগম লাকী, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্তাকর্তা কর্মচারী বৃন্দ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠিত করেন।