আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জুরাছড়ি উপজেলায় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারি সার্জন ডাক্তার কামরুজামান হোসেন উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম।
সভায় বক্তারা বলেন, “বীমার মূল সমস্যা হচ্ছে সচেতনার অভাব। আমরা মানুষের সামনে বীমার গুরত্ব তুলে ধরতে পারেনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রডাক্ট নির্বাচন করতে পারিনি। এমনকি পলিসি গ্রহণ করতে পারিনি।”