বিলাইছড়িতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির।
এছাড়াও উপস্থিত ছিলেন বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভা:) বিভীষণ চাকমা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নিত্যলাল তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুপন কান্তি চৌধুরী, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ।