“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” স্লোগানে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় ও ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
বুধবার সকালে দেশের ৬৪ জেলার সকল উপজেলায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩য় ও ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ কাগজ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে দীঘিনালা উপজেলায় ৩৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় ও ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক। দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মোঃ কাশেম।