আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পার্বত্য জেলা বান্দরবান সংসদীয় আসন ৩০০নং এ জাতীয় পার্টি (মঞ্জু) সমর্থিত এর প্রার্থী হিসেবে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিলেন এ.টি.এম. শহীদুল ইসলাম (বাবলু)।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টায় বান্দরবান জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ.টি.এম. শহীদুল ইসলাম (বাবলু) পেশায় একজন বেসরকারি চাকুরীজীবি।
তিনি বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার নুনার বিল এলাকায় বাসিন্দা এবং মার্স্টাস পাশ। তিনি জাতীয় পার্টির বান্দরবান জেলার লামা উপজেলার সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন রয়েছেন।
এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মংঙৈপ্রু চৌধুরী। তিনি একজন বোমাং সার্কেল চীফ রাজ পরিবারের সন্তান।
এদিকে গতকাল বুধবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পার্বত্য জেলা বান্দরবান সংসদীয় আসন ৩০০নং এ আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে টানা ছয়বার নির্বাচিত আওয়ামী লীগের নৌকা প্রার্থী বীর বাহাদুর উশৈসিং মনোনয়ন পত্র দাখিল করেন।