সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে জমির বিরোধ ঘিরে পারিবারিক দ্বন্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১৭, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ

রাঙামাটিতে জমি বিরোধ ঘিরে একটি পরিবারে দ্বন্ধ চরম আকার ধারণ করেছে। শ্বশুরের নামে রেকর্ডীয় জায়গা জবরদখলে নিয়ে জমির একাধিক অংশ বিভিন্ন জনের কাছে বিক্রির অভিযোগ করেছেন শহরের রিজার্ভবাজারের চেঙ্গীমুখ এলাকার মো. সাজিদ ও তার বাবা মো. নাছির। তাদের একই পরিবারের মো. আমির উদ্দিন ও তার স্ত্রী নুর আয়শা বেগমের বিরুদ্ধে এমন অভিযোগ করেন। সোমবার দুপুরে নিজ বাড়ির আঙিনায় সাংবাদিক সম্মেলন ডেকে জানমালের নিরাপত্তাসহ বিষয়টির সুষ্ঠু সুরাহা চেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানান মো. সাজিদ ও তার বাবা মো. নাছির। এ ঘটনায় থানায় ও আদালতে একাধিক মামলা হয়েছে বলেও জানান মো. সাজিদ।

অন্যদিকে পারিবারিক জমির বিরোধ ঘিরে ওই এলাকার একই পরিবারের পরস্পরবিরোধী দুইপক্ষের দ্বন্ধ চরম আকারে রূপ নিয়েছে বলে জানান স্থানীয়রা। তাদের আশঙ্কা যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াতে পারে পরিবারটি উভয়পক্ষ।

সংবাদ সম্মেলনে সাজিদ ও তার বাবা বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি জবরদখলে রেখে অবৈধভাবে বেচা-বিক্রি করে চলেছেন প্রতিপক্ষ নুর আয়শা বেগম ও তার স্বামী আমির উদ্দিন। সাজিদ বলেন, নুর আয়শা আমার খালা। আমরা একই পরিবারের হলেও বাস্তুভিটার সব জমি-জমার রেকর্ডপত্র আমার নানা মৃত মজলিস মিয়ার নামে। নানা মারা গেছেন অনেক বছর আগে। পরে ২০১৭ সালে আমার মা আয়েশা বেগম শিরিন মারা যান। তখন আমি ছোট ছিলাম। মা রাঙামাটি পৌরসভার কমিশনার ছিলেন। কিন্তু মা মারা যাওয়ার পর খালা ও তার স্বামী আমার মায়ের পৈত্রিক সম্পত্তির সিংহভাগ জবরদখলে নিয়ে অবৈধভাবে বেচাবিক্রি করে সম্পূর্ণ আত্মসাত করে চলেছেন।

সাজিদ বলেন, সেখানে আমাদের পরিবারের নানার নামে রাঙামাটি বাজারফান্ডের আওতাধীন আবাসিক প্লট নং-২২৮(এ) মূলে ১৯২৭ বর্গফুট রেকর্ডীয় এবং ১২০০ বর্গফুট স্থিত আছে। কিন্তু এসব জায়গার সিংহভাগ জবরদখলে নিয়েছেন প্রতিপক্ষীয়, যদিও উভয়ের মধ্যে সমানভাবে বন্টনের অধিকার রয়েছে। ইতোমধ্যে একাধিক ব্যক্তির কাছে আমাদের কথা তোয়াক্কা না করে জোরপূর্বক একাধিক অংশ জমি বিক্রি করে আত্মসাত করেছেন প্রতিপক্ষীয় খালা ও খালু। তাছাড়া মামার অংশ বায়নানামা মূলে আমাদের কাছে বিক্রি করেছিলেন। আমরা এর ন্যায্যদাবি করতে গেলে আমাদের ওপর নানা ধরনের অত্যাচার, নির্যাতন, হামলা চালানো হয়। প্রাণনামের হুমকি দিয়ে যাচ্ছেন তারা। বর্তমানে আমি এবং আমার বাবা প্রাণনাশের হুমকিতে রয়েছি। প্রশাসনের কাছে আমরা জানমালের নিরাপত্তা দাবি করছি।

অপরপক্ষে অভিযুক্ত মো. আমির উদ্দিন বলেন, আমি আমার স্ত্রীর জায়গা বিক্রি করেছি। তারা (সাজিদ ও তার বাবা) তাদের জায়গায় আছে। কিন্তু আমার স্ত্রীর জায়গা দখলে নিতে আমাদেরকে নানাভাবে হয়রানি করছেন তারা।

সেখানে জায়গা ক্রয় করা মো. ফারুক বলেন, আমি অনেক টাকায় জায়গা কিনে সেখানে ঘর নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে। জায়গা নিয়ে তাদের মধ্যে ঝামেলা। কিন্তু এখন নানাভাবে হয়রানি করা হচ্ছে আমাকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ দিনে ৪ জনের মৃত্যু 

স্থানীয়দের উদ্যোগে লংগদু-নানিয়ারচর রাস্তা নির্মাণ কাজ শুরু

রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

দীঘিনালায় / ঘরছাড়া চার কন্যা ও পিতার পাল্টা সংবাদ সম্মেলন 

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মং রাজ বাড়ি সংস্কারে জেলা পরিষদের উদ্যোগ

খাগড়াছড়িতে পুলিশ সুপার নাইমুল হক / শারদীয়া দূর্গোৎসব পালনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে 

কাপ্তাইয়ে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় 

রাঙামাটি শহরে পাহাড় ধসের সতর্কতা জারি; কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ

%d bloggers like this: