রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রামের বেসরকারী ক্লিনিক সিএসসিআরে তিনি মারা যান।
শাহ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহযোগী সংগঠন জাসাস রাঙামাটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
তিনি বলেন, ‘সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহটি রাঙামাটিতে আনা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় রাঙামাটি জজ আদালত মাঠে শাহ আলমের জানাজা অনুষ্ঠিত হবে এবং বনরূপা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
শাহ আলম কয়েক মাস ধরে ব্রেন টিউমার রোগে ভুগছিলেন। সম্প্রতি ভারতের চেন্নাইয়ে গিয়ে অপারেশন করান। সফল অপারেশন শেষে দেশে ফিরে চট্টগ্রামের চকবাজারে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।
বৃহস্পতিবার সকালে অসুস্থবোধ করলে শাহ আলমকে সিএসসিআরে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহ আলমের ২ ছেলে এক মেয়ে। বড় ছেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে একটি প্রকল্পে চাকুরী করছেন।
শাহ আলম কয়েক যুগ ধরে বিএনপির রাজনীতি করছেন। তিনি সর্বশেষ পর পর দুবার বিএনপির জেলা সভাপতি নির্বাচিত হন।
এর আগে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। শাহ আলমের পিতৃ বাড়ি রাঙামাটির বাঘাইছড়িতে। ১৯৬১ সালে বাঘাইছড়িতে জন্ম হয় শাহ আলমের।