রাঙামাটির কাপ্তাইয়ে পবিত্র রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রবিবার বিকালে কাপ্তাই নতুনবাজার ও জেটিঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় কাপ্তাই নতুনবাজার মক্কা স্টোরে সঠিক ভাবে মূল্য তালিকা প্রর্দশন না করা এবং লাইসেন্স বিহীন পণ্য বিক্রির অপরাধে ২ হাজার টাকা এবং মেয়াদ উর্ত্তীণ পণ্য রাখার অপরাধে নতুনবাজার জসিম স্টোর কে ২ হাজার টাকা জরিমানা আদায় এবং মামলা দায়ের করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে কাপ্তাই জেটিঘাট ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মামলা দায়ের করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম রুমন দে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ উপস্থিত ছিলেন। কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
এদিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করার জন্য কাপ্তাই জেটিঘাট এলাকায় কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য বিভাগের পক্ষ হতে অভিযান পরিচালনা করা হয়।