খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘স্কাউটিং
করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে মানসিক ভারসাম্যহীন মানসিক প্রতিবন্ধীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের উপ- অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম, ওএসপি, পিএসসি।
৮ এপ্রিল (শনিবার) দুপুর ১২টায় দীঘিনালা কলেজ চত্বরে দিনব্যাপী বিশেষ ডে ক্যাম্প, বৃক্ষ রোপণ, আলোচনা ও ক্রু মিটিংয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
এসময় খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, মাইনী রোভার স্কাউট গ্রুপের সহ-সভাপতি পলাশ বড়ুয়া, খাগড়াছড়ি জেলা রোভার মিডিয়া টিমের সহকারী সোহানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন জানান, ‘বাংলাদেশ স্কাউট খাগড়াছড়ি জেলা রোভারের অধীনস্থ সকল ইউনিটে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।’