নতুন ধান কর্তনকে কেন্দ্র করে রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে মাঠ দিবস করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।
শনিবার সকালে এ মাঠ দিবস করে। মাঠ দিবস বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন জাতের ধান ব্রি ১০০ ধান কর্তন করা হয়।
ধান কর্তনের পর মিতিঙাছড়ি ব্লকের কৃষকদের নিয়ে মত বিনিময় সভা করে উপজেলা কৃষি বিভাগ।
এ সভায প্রধান অতথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল।
এ সময় তপন কুমার পাল বলেন, বিদেশের উপর খাদ্যের নির্ভরতা কমাতে হবে। আমাদের যে জমি রয়েছে সেগুলো কাজে লাগিয়ে আমাদের খাদ্যের স্বয়ং সম্পুর্ন হতে হবে। এজন্য কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকেরা যেন সব সময় কৃষি পরামর্শ পায় সেজন্য কৃষি বিভাগ সব সময় উন্মুক্ত।
বরকল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা, মিতিঙাছড়ি গ্রামের কার্বারি হৃদয় রঞ্জন চাকমা।
এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল চাকমা, ইতি চাকমাসহ মিতিঙাছড়ি ব্লকের কৃষকরা উপস্থিত ছিলেন।
কর্তনকৃত ধানের হেক্টর প্রতি ৫.০৪ টন চাউল পাওয়া যায়।