রাঙামাটিতে পুলিশের হাতে তক্ষকসহ দুইজন উপজাতিকে আটক করা হয়। বুধবার বিকালে চট্রগ্রাম- রাঙামাটি সড়কের প্রবেশমূখ মানিকছড়ি চেক পোষ্টে ৭টি তক্ষকসহ ২ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার লেবুছড়ি মাইসছড়ি পাচাই কাব্বারী পাড়ার সাথোয়াইউ মারমার ছেলে সুইনুংমং মারমা (৩৪) এবং একই জেলা ও উপজেলার বাসিন্দা ললিত কুমার চাকমার ছেলে প্রিয়ময় চাকমা(৪০)।
মানিকছড়ি চেক পোষ্ট পুলিশ সূএে জানাযায়, সন্দেহজনক ভাবে তাদের দু’জনকে তল্লাশি চালিয়ে তাদের পরিবহন থেকে ৭টি তক্ষক পাওয়া যায়। তখন চেক পোষ্টে উপস্থিত বন বিভাগ, সেনাবাহিনীসহ সবার উপস্থিতিতে ৭টি তক্ষকসহ ২জনকে আটক করা হয়।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল আমিন জানান, রাঙামাটিতে প্রবেশমূখ মানিকছড়ি চেক পোষ্টে তল্লাশি চালিয়ে একটি চোরাচালান তক্ষক পাচারকারী চক্রকে ৭টি তক্ষকসহ ২জনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার সকালে এই দু’জনকে আদালতে প্রেরণ করা হবে। বন্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।