গত ১৬ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ব্যবসায় শিক্ষা শাখায় যষ্ঠ স্থান অধিকার করেছেন রাঙামাটির কাপ্তাই এর বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী পরমা চৌধুরী। তাঁর প্রাপ্ত নাম্বার ১১৮২।
বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, বিএন কলেজ কাপ্তাই এর শিক্ষার্থী পরমা চৌধুরী এইচএসসি -২০২৫ পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগের শীর্ষ ২০ জন শিক্ষার্থীর মধ্যে ষষ্ঠ অবস্থান অর্জন করেছে। তাঁর প্রাপ্ত নাম্বার ১১৮২। তাকে অভিনন্দন জানাই। তাঁর এই ফলাফলে আমরা গর্বিত।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ বলেন, ব্যবসায় শিক্ষা শাখায় পরমা চৌধুরীর এই সাফল্যে আমরা আনন্দিত। আমরা চাই সে ভবিষ্যতে দেশের ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আরো ভালো ফলাফল অর্জন করে দক্ষ মানব সম্পদে পরিনত হবে।
প্রসঙ্গত: পরমা চৌধুরী কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর রাইখালী বাজার নিবাসী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনতোষ চৌধুরী এবং চন্দ্রঘোনা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের শিক্ষিকা সুমিতা নন্দীর একমাত্র মেয়ে।


















