খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্র নারীর কর্মসংস্থানে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
৮ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪ তম জন্মদিন উদযাপন করা হয়। পরে আলোচনা সভা ও কর্মক্ষম-অসহায় ৪জন নারীর কর্মসংস্থানে সেলাই মেশিন ও ৪জনকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুম্পা ঘোষ। অতিথি ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা রনি কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন ও প্রধান শিক্ষক মো. নাঈমুল হক প্রমূখ।