জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) উদ্যোগ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় লেঃ কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি উপজেলার সাজেক থানার বাঘাইহাট এলাকায় গরিব দুস্থদের মাঝে চাল,ডাল, তৈল,চিনি ও আলু ১০ প্যাকেট এবং খাগড়াছড়ি সেক্টরে জন্য ৫০ প্যাকেট বিতরণ করা হয়,মোট ৬০ প্যাকেট সামগ্রী বিতরণ করেন।
এছাড়া ও মেডিকেল অফিসার মেজর মোঃ নাজমুল হাসান,এএমসি বাঘাইহাট এলাকার দুইশতাধিক গরিব দুঃস্থদের মাঝে মেডিকেল সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। এছাড়াও পাহাড়ি দূর্গম এলাকায় জুপুই ক্যাম্পে জুপুই পাড়া এবং নিউথাংনাং ক্যাম্পে নিউথাংনা পাড়ায় মেডিকেল ক্যাম্পিং করা হয়।
বিতরণ কালে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি বলেন, ‘আজ মহান শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনাসহ, আমি আশা করি বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান হয়ে অত্র ব্যাটালিয়ন সর্বদা যেকোন দুর্যোগ পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।