বে- সরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ শিক্ষা কর্মসুচির আওতায় বেতবুনিয়া শাখার আয়োজনে শিশু শিক্ষার্থী ঝরে পড়ারোধে ২ দিনের ত্রৈমাসিক এক প্রশিক্ষণ ৯ ও ১০ অক্টোবর বেতবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়।
প্রশিক্ষণে মোট ১৫ জন শিক্ষিকা অংশ গ্রহন করেন। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আশা এনজিওর বেতবুনিয়া শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক তাপস কান্তি চাকমা। প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন বেতবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবল আলম সিকদার।
প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন ‘আশা’ শিক্ষা কর্মসূচির সুপারভাইজার মোঃ আকিবুজ্জামান। প্রশিক্ষণে প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা শিশু শ্রেণি হতে ২য় শ্রেণির শিশু শিক্ষার্থীরা যাতে ঝরে পড়ে না যায় সে জন্যই ‘আশা’ এনজিওর অর্থায়নে পরিচালিত পাড়াকেন্দ্রের শিক্ষিকাদের ২ দিনের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া কেন্দ্রগুলিতে বিকাল ৩-৫ টা পর্যন্ত পড়ানো হয়ে থাকে।