রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন এর হরিণছড়া আমতলী বেচারাম কার্বারী পাড়ায় বিশ্ব মৈত্রী বিহারে শুক্রবার ৪র্থ দানোত্তম কঠিন চীবর দান বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিহারের দায়ক দায়িকা এবং অনুষ্ঠান উদযাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
চীবর দানের প্রথম পর্ব সকাল ১০ টায় একক ধর্ম দেশনা প্রদান করেন ধুইল্লাছড়ি প্রজ্ঞাজ্যোতি প্রজ্ঞা ইন্দ্রিয় ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত ক্ষান্তি ইন্দ্রিয় স্থবির।
এ পর্বে আর্শীবাদক হিসাবে উপস্থিত ছিলেন রাজস্থলী মৈত্রী বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব দুপুর ২ টায় চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।
বিলাইছড়ি দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার এর বিহার অধ্যক্ষ ভদন্ত আর্য্যলংকর মহাথের এর সভাপতিত্বে এসময় প্রধান ধর্মালোচক হিসাবে উপস্থিত ছিলেন হরিনছড়া ঘিআভা আর্যজ্ঞান দর্শন বিশুদ্ধ বিহার এর বিহার অধ্যক্ষ ভদন্ত জ্ঞানদ্বীপ স্থবির ( ৩য় ভান্তে)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১১৯ নং ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং স্থানীয় কারবারি বসন্ত তঞ্চঙ্গা। এসময় বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ এবং দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।