রাঙামাটির কাউখালীতে জাতিসংঘের কৃষি সংস্থার ব্যাবস্থাপনায় উপজেলার কলমপতি ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৭২৮জন পরিবারের মাঝে জরুরি কৃষি ত্রাণ সামগ্রী গতকাল বুধবার সকাল ১০ টায় পোয়া পাড়া স্কুল মাঠে বিতরণ করা হয়।
কৃষি ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাশেল সরকার, এফএওর প্রতিনিধি আজিজুন নাহার তানিয়া, আওয়ামী লীগ কলমপতি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইমাম উদ্দিন, উপ- সহকারি কৃষি অফিসার মোঃ তৈয়ব নুর সাগর, মেম্বার মোঃ দেলোয়ার হোসেন শামীম প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার কলমপতি ইউনিয়নের মোট ৭২৮ জন কৃষকের হাতে প্রধান অতিথি কতৃক কৃষি ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। দুই ধরনের কৃষি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কৃষি ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রতি জন কৃষক কে সবজি প্যাকেজে ছিল ১ টি ড্রাম, সবজি বীজ ১২ ধরনের, ঝর্ণা ১ টি, এমওপি ১০ কেজি, ডিএপি ১০ কেজি,কোদাল ১ টি, অপরদিকে ধান প্যাকেজের মধ্যে ছিল ড্রাম ১ টি, ধান ৫ কেজি,এমওপি ১০ কেজি, ডিএপি ১০ কেজি, কোদাল ১ টি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।