কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে রবিবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী শিশু নির্যাতন ও নারী শিশু পাচার প্রতিরোধ বিষয়ক মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন ২ নং রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা।
কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাঙামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উপ-পরিচালক মোছাঃ হোসনে আরা বেগম।
এইসময় কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক বিকাশ চাকমা, স্থানীয় ইউপি মেম্বার শৈবাল সরকার সাগর সহ স্থানীয় মহিলারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ, গর্ভবতী মহিলা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে আলোচনা করার পাশাপাশি গর্ভবতী মহিলাদের জন্য প্রদেয় মাতৃত্বকালীন ভাতা অর্থ থেকে বেশী পরিমাণে পুষ্টি জাতীয় খাবারের পরামর্শ দেন।