দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ পার্বত্য রাঙামাটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় হয়েছে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এমপি দীপংকর তালুকদারের।
তিনি আসনের মোট ২১৩ কেন্দ্রে ভোট পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ৩৭৩। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ‘ছড়ি’ প্রতীক নিয়ে অমর কুমার দে পেয়েছেন ৪ হাজার ৯৬৫ ভোট। তৃণমূল বিএনপির ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান পেয়েছেন ২ হাজার ৬৯৩ ভোট।
জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এ ফলাফল ঘোষণা করেন।
এ সময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।
রাঙামাটি আসনে এবার নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৩টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪।
দীপংকর তালুকদার এর আগে ১৯৯১, ১৯৯৬, ২০০৮ এবং সবশেষ ২০১৮ সালে আসনটিতে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।
২০০১ সালে বিএনপির মণিস্বপন এবং ২০১৪ সালে জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদারের কাছে হেরে যান।