স্থানীয়দের উদ্যোগে লংগদু-নানিয়ারচর রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও লংগদু সেনা জোনের উপ-অধিনায়ক এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন।
এসময় লংগদু উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বলেন,জননেতা দীপংকর তালুকদার এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী,লংগদু সেনা জোন,উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ ও উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাদের যৌথ উদ্যোগে এই রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
তিনি আরো বলেন,সবার সার্বিক সহযোগিতায় আমরা লংগদু-নানিয়ারচর রাস্তা নির্মাণ কাজ শুরু করেছি। আগামী এক-দেড় মাসের মধ্যে রাস্তা দিয়ে গাড়ী চলাচলের উপযোগি করা হবে। তবে রাস্তা নির্মাণে গাড়ি দিয়ে সহযোগিতা করেছেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ। এ সড়ক হলে রাঙামাটি থেকে সহজে সংগদু ও সাজেক যাওয়া যাবে।