রাঙামাটির লংগদুতে তিন শতাধিক ব্যক্তির নামে সোনালী ব্যাংকের প্রায় তিশ কোটি টাকা ভুয়া ঋণের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
আজ দুপুরে লংগদু উপজেলা পরিষদ চত্বরে সোনালী ব্যাংকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় ভুয়া ঋণের দায় থেকে মুক্তি ও জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা বলেন, ১০-১২ বছর আগে সরকারি সহায়তা দেয়ার নানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেয় একটি চক্র। সম্প্রতি ব্যাংক থেকে ৫০ হাজার থেকে দেড়লাখ টাকা ঋণ পরিশোধের নোটিস পেয়ে বিষয়টি জানতে পারেন ভুক্তভোগীরা।
তবে এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি সোনালী ব্যাংকের বর্তমান ব্যবস্হাপক মো. আবুল কাসেম।
লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বলেন, তিনশতাধিক নিরীহ মানুষের নামে ভুয়া ঋণ দেখিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এই প্রতারণার বিচার চাই। একইসাথে ভুক্তভোগীদের দায় মুক্তি চাই। বিষয়টি উপজেলা পরিষদের সভাতেও আলোচনা করে কর্তৃপক্ষকে ব্যবস্হা নিতে বলেছি।