রাঙামাটিতে যুবদের মানবিক মূল্যবোধে সচেতন করার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে ‘আস্থা’ নামে একটি প্রকল্প। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। প্রকল্পটি সুষ্ঠু তদারকি ও পরামর্শের জন্য গঠন করা হয়েছে ৩০ সদস্য বিশিষ্ট একটি ‘আস্থা নাগরিক প্লাটফর্ম’।
রোববার আশিকা কনভেনশন পার্ক হল রুমে দিনব্যাপী অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে এ প্লাটফর্ম গঠিত হয়।
আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস পরিচালক কক্সী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মো. শাহজাহান।
এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য শিক্ষাবিদ নিরুপা দেওয়ান। অনুষ্ঠান সঞ্চলনা করেন আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার রত্ম জ্যোতি চাকমা। প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেছেন জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা।
পরে উপস্থিত সবার সম্মতিক্রমে মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানকে আহবায়ক এবং সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা ও উন্নয়ন সংগঠক ওমর ফারুককে যুগ্ম আহবায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট আস্থা নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়।
সভায় জানানো হয়, আস্থা প্রকল্পের লক্ষ্য হচ্ছে জেলা ও উপজেলায় পর্যায়ে যে কোনো প্রকার সহিংসতা, আক্রমন, জীবনাচার, ধর্ম ও মতের বিরুদ্ধে সহিংসতা, সংখ্যালঘু বা প্রান্তিকতার কারণে ভীতি সঞ্চার, হুমকি প্রদর্শন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তি-সম্প্রীতি হানিকর পোস্ট, বিদ্বেষ ছড়ানোসহ এসব বিভিন্ন ইস্যু থেকে বিরত থেকে যুব সমাজকে মানবিক মূল্যবোধে উৎসাহিত করে কাজে লাগানো।