রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের(বিএসপিআই) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় প্রতিষ্ঠান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।
বিএসপিআই এর অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার এর সভাপতিত্বে ইনস্ট্রাক্টর মো.ইকবাল হায়দারের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ওমর ফারুক। এসময় বক্তব্য রাখেন বিএসপিআই এর ছাত্র গোলাম দস্তগীর চৌধুরী।
প্রতিযোগিতায় বিএসপিআই এর ৫টি বিভাগের শিক্ষার্থীরা ৩৫টি ইভেন্টে অংশগ্রহণ করেন। এছাড়া শিক্ষার্থীরা ৮টি দক্ষতা মূলক উদ্ভাবনী মেলার স্টল করেন।
প্রধান অতিথি,অধ্যক্ষ, বিভাগীয় প্রধানগন স্টল ঘুরে দেখেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে। এছাড়া প্রধান অতিথি শিক্ষার্থীদের জেলা পরিষদের পক্ষ হতে ড্রাম সেট বিতরণ করে। এবং শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে দাবি জানালে তিনি আগামী অর্থ বছরে তা পূরণ করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান,শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।