নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
রাঙামাটিতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে শহরের ফিসারি ঘাট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় আহম্মেদ নামের (২২) এক যুবক নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ফিসারি ঘাট সড়কে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল রিজার্ভ বাজার থেকে বনরুপা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে হৃদয় আহম্মেদ নামের এক যুবককে ধাক্কা দেয়। তাৎক্ষণিক আহতকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেন।
জানাগেছে, মোটরসাইকেল চালক শ্রীজিত ত্রিপুরাসহ তার মোটরসাইকেল জব্দ করেছেন পুলিশ।
শুক্রবার রাতেই নিহত হৃদয় আহম্মেদ এর পিতা আবদুর রহিম বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মাডার মামলা দায়ের করেন। কোতয়ালি থানার মামলা নং- ১৫,তারিখ-২৬ফেব্রুয়ারি ২০২২।
নিহত হৃদয় আহম্মেদ ফিসারি ঘাটে রাস্তার গার্ডার ওয়াল নির্মাণে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার নিজ বাড়ি শেরপুর জেলায়। বর্তমানে শহরের আলম ডর্ক ইয়ার এলাকায় বসবাস করেন।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন জানান,রাতে শহরের ফিসারি ঘাট এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় হৃদয় আহম্মেদ নামের যুবক মারা যায়। এতে নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা করে। পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করে মোটরসাইকেল চালক শ্রজিত ত্রিপুরাকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। এদিকে নিহতের পিতা বাদী হয়ে এঘটনায় থানায় মামলা দায়ের করেন।