রাঙামাটি তথা পুরো পার্বত্য চট্টগ্রামে চলছে বৈসুক সাংগ্রাই বিঝু উৎসব।
বৃহস্পতিবার সকালে কাউখালি উপজেলার ঘাগড়ায় দুই দিনের বিঝু উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এসময় অংসুইপ্রু চৌধুরী বলেন, মাননীয প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি রক্ষায় অত্যন্ত আন্তরিক। তাঁর আন্তরিকতার কারণে পাহাড়ের সব জনগোষ্ঠী নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে পালন করছে। এর কারণে পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতি গোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতির বিকাশ হচ্ছে।
উৎসবের প্রথম দিন আনন্দ শোভাযাত্রা সংস্কৃতি অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে সংস্কৃতি নৃত্য পরিবেশনের পর আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ঘাগড়া বাজার ঘুরে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
আগামীকাল ১২ এপ্রিল সকালে রয়েছে ফুল ভাসানো অনুষ্ঠান।
বাংলার পুরাতন বছরকে বিদায় নতুন বর্ষ বরণকে কেন্দ্র করে পাহাড়িরা ১৫ দিন ব্যাপী উৎসব করে থাকে। মুল উৎসব হয় ৩০ চৈত্র।