মো. আক্তার হোসেন, দীঘিনালা
খাগড়াছড়ি দীঘিনালা নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ বক্স বিতরণ ও কিশোরীদের নিরাপদ কক্ষ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার সকালে এসব সামগ্রী বিতরণ নিরাপদ কক্ষ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনডিপি ও ইয়ং পাওয়ার সোশ্যাল এ্যাকশন “ইপসা”র পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এসব স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এ প্রকল্পের আওতায় বিদ্যালয়ে কিশোরীদের মত বিনিময়ের জন্য নিরাপদ কক্ষ (সেইফ স্পেস) চালু করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, ইউএনডিপির জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা, ইউএনডিপির চিফ জেন্ডার এন্ড কোহেশন ঝুমা দেওয়ান ও ইপসার প্রকল্প ব্যবস্থাপক মহির উদ্দিন।