দেশের চলমান পরিস্থিতিতে এখনো স্বাভাবিক কার্যক্রম ও কর্মস্থলে ফেরেনি পুলিশ। বিগত কয়েক দিনের ন্যায় শনিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাপ্তাহিক হাটের দিনেও বাজারে যানজট নিরসন, মানুষের চলাফেরা সহজ করতে ও ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, পুলিশ ও অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ নিরসনে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রুপ, রেডক্রিসেন্ট, রোভার স্কাউটস, আনসার ভিডিপি সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীরা।
শিক্ষার্থী প্রতিনিধি মো. ইব্রাহিম, মো. আলমগীর, মো. কবির সহ অনান্য সেচ্ছাসেবীরা জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে হাটের দিনে বহু মানুষের ভীড়ে সড়কে যানযট সৃষ্টি হয়ে বিশৃঙ্খলা তৈরী হয়। তাই সড়ক ও মানুষের চলাফেরায় বিঘ্নতা এড়াতে আমরা মাঠে কাজ করছি। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সেচ্ছাসেবীদের এমন কার্যক্রমে সড়কে অনায়াসে মানুষের চলাফেরা সহজ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।