রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সাপ্তাহিক বাজারে তদারকিতে নেমেছেন কাপ্তাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টা হতে সাড়ে ১০ টা পর্যন্ত তাঁরা এই বাজার তদারকি করেন। এর আগে তাঁরা গত বুধবার (১৪ আগস্ট) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজারে বাজার তদারকি করেন।
রাইখালী বাজারে বাজার তদারকিকালে এসময় কাপ্তাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এর আলা়ভী রহমান, মো জিহাদ মিঞা, মো: তৌফিক নোমান, মো: সালাউদ্দিন, আল মাহেবিন কামাল শিমু আক্তার, জাহিদা আক্তার পিংকি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সমাজরা অংশ নেন।
এসময় তাঁরা ব্যবসায়ীদেরকে দোকানে মূল্য তালিকা প্রর্দশন ছাড়া পণ্য বিক্রি না করা, অধিক মুনাফা না করা, বাঁসি পঁচা পণ্য বিক্রি না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন। তাদের অনুরোধে ব্যবসায়ীরা সাড়া দিয়ে বলেন, আমরা নায্যমূল্যের চেয়ে বেশী দাম নিব না এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করবো না।
কাপ্তাই উপজেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিত বড়ুয়া এবং উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস এইসময় উপস্থিত ছিলেন। এদিকে ছাত্র সমাজের এই কর্মকান্ডে সাধারণ ক্রেতারা স্বাগত জানান।