দুই যুগ ধরে পালিয়ে থাকা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি করিম উল্ল্যা (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
জানা গেছে, ২০০১ সালে খাগড়াবিলের আলোচিত আলাম হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন তিনি। সঙ্গবদ্ধ ডাকাতদল ২০০১ সালে আলাম নামে তাদের অপর এক সহযোগীকে নিজ বাড়িতে হামলা করে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত করিম উল্ল্যা রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মৃত টুকু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘ প্রায় দুই যুগ পলাতক থাকার পর গতকাল ১৫ এপ্রিল রাত ১০টার সময় প্রযুক্তির সাহায্যে রামগড় থানার এসআই শামসুল আমীনের নেতৃত্বে পুলিশের একটি দল পাশ্ববর্তী ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের লালমাই এলাকার গহীন জঙ্গলে আসামীর ছোট একটি ঘর থেকে তাকে গ্রেফতার করে।
রামগড় থানার এসআই শামসুল আমীন জানান, আইনি প্রক্রিয়া কার্যক্রম শেষে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ্দ করা হয়েছে।