শনিবার থেকে টানা ৪ দিনের ভারী বর্ষনে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলার কবাখালী, মেরুং ও বোয়ালখালীসহ তিনটি ইউনিয়নে পানি বন্ধী হয়ে পড়ে কয়েকশত গ্রামবাসী।
সরেজমিনে দেখা যায়, দীঘিনালা উপজেলার সাথে বাঘাইছড়ি ও লংগদু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে দুর্যোগ মোকাবেলা অস্থায়ী ভাবে উপজেলা প্রশাসন ২১ টি আশ্রয়কেন্দ্র খুলেছে।
উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ জানান, বন্যায় পানি বন্ধী হয়ে যাওয়ায় নিরাপদে পানি বন্ধী মানুষ আশ্রয় নেওয়ার জন্যেই অস্থায়ী ২১ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।