শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো সুবলং চ্যানেল সুইমিং অনুষ্ঠিত

প্রতিবেদক
এম.কামাল উদ্দিন, রাঙামাটি
নভেম্বর ১৬, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রথম বার অনুষ্ঠিত হলো ‘সুবলং চ্যানেল সুইমিং-২০২৪’ সাঁতার প্রতিযোগিতা। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় বরকল উপজেলার সুবলং বাজার হতে শুরু করে রাঙামাটি সদরের শহিদ মিনার ঘাট পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার এ সাঁতার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয় বেলা ২টায়। এর আগে রাঙামাটি সুবলং বাজার আর্মি জোনের ঘাট থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন।

‘কাপ্তাই লেকে সাঁতার কাটবে ভয় করবে জয়, নিয়মিত কাটলে সাঁতার স্বাস্থ্য ভালো হয়’ এ প্রতিপাদ্য নিয়ে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। প্রতিযোগিতায় রাঙামাটিসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৩০জন সাঁতারু অংশ নেন। এতে প্রথম হয়েছেন বরগুনার মো.সাইফুল ইসলাম রাসেল।

প্রতিযোগিতায় সাইফুল ইসলাম রাসেল প্রথম হয়েছেন ৩ ঘন্টা ৫৪ মিনিট সাঁতার এর মাধ্যমে সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এতে ৪ ঘণ্টা ৩৬ মিনিট সাঁতারে দ্বিতীয় হয়েছেন সাতক্ষীরার মো. তৌফিকুজ্জামান এবং ৪ ঘণ্টা ৪৩ মিনিট সাঁতারে তৃতীয় হয়েছেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার এসআইএম ফেরদৌউস আলম। এছাড়া ৪ ঘণ্টা ৪৫ মিনিট সাঁতার দিয়ে রাঙামাটির লংগদুর ছেলে হাফিজুর রহমান চতুর্থ, ৪ ঘণ্টা ৫৬ মিনিট সাঁতারে রাঙামাটির নানিয়ারচর উপজেলার জয়তু দাশ পঞ্চম এবং একমাত্র নারী প্রতিযোগী গাইবান্দরার মোছা. সোহাগী আক্তার ৫ ঘণ্টা ৬ মিনিট সাঁতারে ষষ্ঠ হয়েছেন।

এর পর রাঙামাটির রাজেশ চাকমা সপ্তম, কুমিল্লার মো.আল আমিন আকিক অষ্টম, পাবনার মো.জামিল হোসেন নবম ও নীলফামারীর মো.ইমরান ফরহাদ দশম হয়েছেন। প্রতিযোগিতার সমাপনীতে রাঙামাটি জেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে বিজয়ী ও অংশ গ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। এ সময় রাঙামাটি  সদর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাআইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন, সিভিল সার্জন ডা.নুয়েন খীসা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো.শামীম হোসেন উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া অফিসার এসএম ফেরদৌস হোসেন বলেন, কাপ্তাই হ্রদ একটি বিশাল জল রাশি। এই হ্রদকে ঘিরে অনেক সাঁতারু ওঠে আসার কথা। কিন্তু জাতীয় পর্যায়ে রাঙামাটির একজন সাঁতারু নেই। তাই এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন এখানকার উৎসাহী মানুষের মাঝে প্রেরণার উৎস হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এ ধরনের কোনো পদক্ষেপের ধারণা ছিলনা। রাঙামাটির বিশাল কাপ্তাই  হ্রদে সুবলং চ্যানেল নামে একটি চ্যানেল রয়েছে। আমরা আজকে এই চ্যানেলটি দেশ ও বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছি। এই প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে এ সুবলং চ্যানেলের দ্বার উন্মোচিত হলো। আমি আশা করছি, এই প্রতিযোগিতা দিয়ে আগামীতেও সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘেরা এশিয়ার বৃহত্তম এই কাপ্তাই হ্রদ সাঁতারুদের জন্য একটি আকর্ষণীয় ক্ষেত্রে পরিণত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় ৫ দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকা ক্ষতি 

রাঙামাটিতে ৪৫ হাজার গণটিকা প্রদান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

কাউখালীতে ডিজিটাল মেলার উদ্ভাবনী সমাপনী পুরস্কার বিতরণ 

বান্দরবান ও লামা পৌর এলাকায় পানির সমস্যা দ্রুত নিরসন করছে সরকার: মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

বিলাইছড়িতে উপজেলা নির্বাচনে সব প্রস্তুতি সম্পন্ন, হেলিসর্টি ৫টি কেন্দ্রে গেল নির্বাচনী সরঞ্জাম

ফের বাজার তদারকিতে কাপ্তাই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ

রামগড় পৌরসভায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী পিছপা হবে না-লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ

২৪ ঘন্টা না পেরোতে ফের সাজেকে সড়ক দুর্ঘটনা, আহত ১২

%d bloggers like this: