দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দের নিয়ে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রামগড় থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মহিন উদ্দিন হারুন, উপজেলা শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন সহ শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, মন্দির পুরোহিত, সাংবাদিক সহ প্রমুখ।

















