রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের চম্পক নগর মসজিদ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে আধা পাকা ৬টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বাসার মালিক আকতার সওদাগর ও ভাড়াটিয়া কেউ কিছুই বের করতে পারিনি। স্বর্ণলংকার, আসবাবপত্র সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন শহরের চম্পক নগর এলাকার আক্তার সওদাগরের বাসা কাঠ ও টিন দ্বারা নির্মিত ৩ তালা বিশিষ্ট একটি ঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, রেডক্রিসেন্ট সহ স্থানীয় জনগণ। মূলত রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান। এতে আক্তার সওদাগরের নগদ ৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণ সহ প্রায় ২০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।
ক্ষতিগ্রস্ত আক্তার সওদাগর জানান, আমার স্ত্রী চা বানানোর জন্য রান্নাঘরের গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহুর্তেই আগুন পুড়ো ঘরে ছড়িয়ে পড়ে। আমাদের বাসায় আমি, আমার ছেলে ও ভাড়াটিয়া সহ ৬ ফ্যামিলি থাকতাম। আমার নগদ ৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণ সহ সম্পূর্ণ ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
রাঙামাটি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্থরা হলেন আকতার সওদাগর,বাড়িওয়ালা ছেলে রাসেল, ভাড়াটিয়া শামসুল রহমান, শাকিল, জয়নাল ও আলামিন।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিলদার হোসেন বলেন, তাৎক্ষণিক ভাবে বলা যাচ্ছে না আগুন কিভাবে লেগেছে তবে পর্যাবেক্ষণ করে তা বের করতে হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার হতে আগুন লেগেছে। তাতে আধা পাকা ৬টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।