রাঙামাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসররা প্রকাশ্য ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছে বিএনপি ও জামায়াতের নেতারা। রোববার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার কাছে এমন অভিযোগ তুলে দ্রুত আওয়ামী দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান তারা।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, মুখ্যনির্বাহী কর্মকর্তা খন্দোকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, জামায়াতে ইসলামীর জেলা আমির আবদুল আলীম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হারুন-অর রশীদ এবং জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জেলা বিএনপি ও জামায়াতের উপস্থিত নেতারা পার্বত্য উপদেষ্টাকে জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি দীপংকর তালুকদারের উপস্থিতিতে তার বাস ভবনে বসে প্রতিনিয়ত গোপন বৈঠক করে জুলাই বিপ্লব, অন্তর্বর্তী সরকার এবং বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রমূলক পরিকল্পনা নিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এছাড়া শহরের বিভিন্ন ক্লাবে বসেও ষড়যন্ত্রমূলক আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা, যা আমাদের কাছে প্রকাশ্য প্রমাণ নজরে আসছে। সম্প্রতি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে জড়ো হয়ে বড় ধরনের বৈঠকে মিলিত হয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাদের এসব অপতৎপরতা প্রতিহত করতে যদি আমাদের লোকজন হামলা চালায় তখন উদ্ভট পরিস্থিতির দায় কে নেবে? তাই অবিলম্বে রাঙামাটিতে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়া দরকার।