রাংগামাটির লংগদুতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের লংগদু উপজেলা শাখার উদ্যোগে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মাইনী মুখ ইউনিয়ন পরিষদের মাঠে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে কেক কেটে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয় ।
এতে তাঁতী দলের লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় এবং উপজেলা তাঁতী দলের সভাপতি গাজী আবু তাহের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়বাদী দল লংগদু উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রাংগামাটি জেলা তাঁতি দলের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম, জেলা যুবদলের সদস্য মোঃ ফজলুর রহমান, জেলা তাঁতি দলের সহ দপ্তর সম্পাদক সম্পাদক মোঃ রুবেল ও লংগদু উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশীদ সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ লংগদু উপজেলা তাঁতী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।