কাউখালীতে যথাযোগ্য মর্যদার সাথে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত বারটা এক মিনিটে কাউখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুস্পমাল্য অপন করেছে কাউখালী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন।
কাউখালী প্রেস ক্লাব
কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান,কাউখালী থানার পক্ষে অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ,কাউখালী প্রেস ক্লাব,কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান,কাউখালী উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অপন করা হয়।
উপজেলা বিএনপি
দিবসটি উপলক্ষে কাউখালী উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা কৃষি অফিসার রাশেল সরকার, কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ,রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ। এছাড়াও কাউখালী উপজেলা বিভিন্ন কলেজ,উচ্চ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় যথাযোগ্য মযদার সাথে দিবসটি পালন করেছে।