কাপ্তাইয়ে সদরে অবস্থিত বরইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে বরইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের সাবেক শিক্ষক রাজেশ ভট্টাচার্যের সঞ্চালনায় এবং
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো: সাইদুজ্জামান। এ সময় তিনি বলেন, শিক্ষা ও ক্রীড়া আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার মাধ্যমে নিজেকে যেমন সাজানো যায় তেমনি সমাজকে সাজাতে সহায়তা করেন। আর মানুষের দক্ষতার দ্বারা তার গন্তব্যে পৌঁছাতে পারে এবং তাকে মানুষ অনুসরণ করে। আজকের এই বিদ্যালয় ক্রিড়া ক্ষেত্রে যে সফলতা অর্জন করেছে এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষে ধন্যবাদ জানাচ্ছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন চৌধুরী, জামাতে ইসলামী বাংলাদেশ কাপ্তাই উপজেলা শাখার আমির হারুনুর রশিদ, কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোহাম্মদ অলি উল্লাহ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুর রশীদ কাদেরী, দাতা সদস্য খোরশেদুল আলম কাদরী,রূপসী কাপ্তাই নির্বাহী সম্পাদক কাজী মোশারফ হোসেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও সহকারী প্রধান শিক্ষক মোহম্মদ হুমায়ুন কবির।