বাঘাইছড়ি সাজেক মাচালং সড়কের একুইজ্জাছড়ি এলাকায় ড্রাম-ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বি-চাকমা (৪২) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত বি-চাকমা মাচালং একুইজ্জাছড়ি এলাকার ললিত মোহন চাকমার ছেলে। এই ঘটনায় সুমতি রঞ্জন চাকমা (৪৫) নামে একজন গুরতর আহত হয়।
১১ জানুয়ারী বুধবার রাত ৯ ঘটিকায় এই দুর্গটনা ঘটে বলে নিশ্চিত করে সাজেক থানা পুলিশ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ওসি নুরুল আলম বলেন রাতে ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে দুজন গুরতর আহত হয় পরে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায় পরে অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হয় সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।