চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ পথে আনা ৪০০ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত রহমতপুর নামক স্থান হতে এসব সিগারেট জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার এলাকার রহমতপুর নামক স্থান হতে মালিকবিহীন ৪০০ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় সিগারেট পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্তে যেকোন মদাক-চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।