রাঙামাটি শহরের কে কে রায় সড়ক এলাকায় দুই মাদক কারবারির মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ বাঁধে। এতে দুজনের মধ্যে ছুরি মারামারির ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন এসে দু’জনকে উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রবিবার রাত ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটেছে। আহতরা হলেন- রাঙামাটি শহরের পিটিআই এলাকার যতীন্দ্র লাল চাকমার ছেলে সুমন চাকমা (৪৫) ও শহরের কেকে রায় সড়কের নুরুল হকের ছেলে মোঃ খোকন (৩৫)। এঘটনায় রাতেই হাসপাতাল বেড থেকে চিকিৎসাধীন অবস্থায় মোঃ খোকনকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, জিমনেসিয়াম এলাকার চিহ্নিত মাদক কারবারি মোঃ খোকন ও রাঙামাটি সরকারি কলেজের বাস চালক সুমন চাকমার মধ্যে মারামারি বাধে পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় সুমন চাকমার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে হতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপপাতালে প্রেরণ করা হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মারুফ আহমেদ ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাহেদ আলীসহ উদ্বর্তন কর্মকর্তাগণ। এসময় আহত সুমন চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে বলে জানান পুলিশ কর্মকর্তারা। রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ আলী হাসপাতালে উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আশ্বস্থ করে বলেন, এটি দুই ব্যক্তির মধ্যেকার ঘটনা। আমরা ইতিমধ্যেই অভিযুক্ত খোকনকে গ্রেফতার করেছি। সে আগেই তালিকাভুক্ত মাদক কারবারি।
স্থানীয় সূত্র তথ্যমতে, দুই মাদক কারবারি দীর্ঘ দিন ধরে ওই এলাকায় মাদকসেবন, ক্রয়-বিক্রির সাথে জড়িত আছে আছে বলে স্থানীয়রা জানান। মোঃ খোকন এই পর্যন্ত ডজনখানিক মাদক মামলার আসামী বলে স্থানীয়রা জানিয়েছেন।