রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে একটি বন মোড়গ অবমুক্ত করা হয়েছে। রবিবার ( ২৩ মার্চ) সকাল ১১ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: ওমর ফারুক স্বাধীন এবং সদর বিট কর্মকর্তা এস.এম. মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে এটি অবমুক্ত করা হয়। এসময় বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার (২২ মার্চ) পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সুবলং রেঞ্জের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ ও সদর রেঞ্জের বিশেষ টহল দল রাঙামাটি জেলা শহরের বনরূপা বাজার হতে একটি বন মোড়গ আটক করে কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: ওমর ফারুক স্বাধীনের নিকট হস্তান্তর করেন।