রাঙামাটির চম্পক নগর যুব ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সমগ্রী বিতরণ করা হয়েছে। চম্পক নগর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার মোঃ রহিম খাঁনের সভাপতিত্বে আজ বুধবার দুপুরে শহরের চম্পক নগর জামে-মসজিদ প্রাঙ্গঁণে এই সব ইফতার সামগ্রী প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবিব আজম।
প্রধান অতিথি বলেন, মাহে রমজান আত্মসুদ্ধির মাস ও মুসলমানেরা এই মাসে নিজ নিজ পক্ষ থেকে ইবাদত বন্দীগিতে আল্লাহর নৈকট্য লাভের আশায় থাকে। তাই আমাদের উচিৎ এই মাহে রমজানে বেশি বেশি ইবাদতবন্দী করা। এই মাসে যারা বেশি দান ছদকা করবে তারা অনেক নেকী অর্জন করবেন। মাহে রমজান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আজকে চম্পক নগর যুব সমাজ যে ভাবে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে সে লক্ষে সমাজের প্রতিটি যুবকেরা এভাবে মানুষের পাশে এগিয়ে আশা উচিৎ বলে আমি মনে করি।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগি আহসান উল্লাহ মাষ্টার, আল আমিন সিনিয়র মাদ্রাসার শিক্ষক আব্দুল মুনাফ, চম্পক নগর যুব সমাজের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ি আবু সুফিয়ানসহ আরো অনেকে। প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদ্বয় প্রায় ৪০-৪৫জন গরীব অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন।