চৈত্র সংক্রান্তি বিঝু ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বাঘাইছড়ি উপজেলার ৩১ নং খেদারমারা ইউনিয়নে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩ ঘটিকায় খেদারমারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে খেদারমারা রিবেং ক্লাবের আয়োজনে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় কানায় কানায় দর্শকপূর্ণ হয়ে উঠে মাঠ।
উক্ত খেলায় রিবেং ক্লাবের সভাপতি ও ৩১ নং খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা (রিংকু), জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী শান্তি চাকমা, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম,জেলা কৃষক দলের সাধারণ মানুষ রবিউল ইসলাম বাবলু, ৩৩ নং মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন চাকমা সহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন “মগবান স্পোর্টিং ক্লাব বনাম মধ্যম পাবলাখালী কদমা ক্লাব”। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থেকে খেলা ট্রাইবেকারে গড়ায়, ট্রাইবেকারে মগবান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসময়ে রিবেং ক্লাবের সভাপতি খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন, বিঝু উপলক্ষে উক্ত টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে, সুষ্ঠু ও সুন্দর ভাবে খেলাটি সমাপ্তি করতে পেরে সকল খেলোয়াড় ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে এরকম আয়োজন অব্যাহত থাকবে।