খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলার মগপাড়া (চৌংড়াছড়ি) এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কে গ্রেফতার করেছে মহালছড়ি থানা পুলিশ।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মোঃ জিল্লুর রহমান (৪৩) মহালছড়িছড়ি গরু বাজার এলাকার মৃত হাসমত আলীর ছেলে। মহালছড়ি থানায় জিআর ২/২৫ এর এজাহার ভুক্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে বলে জানা যায়।
শুক্রবার (২ মে ) দুপুরে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযানটি পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, উপজেলা সদর থেকে একটু দূরে নির্জন পাহাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান টি পরিচালনা করে মহালছড়ি থানা পুলিশ। অভিযানে গ্রেফতারকৃত সাবেক ছাত্রলীগ নেতাকে তার বাগান বাড়িতে গ্রেফতার করা হয়, আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।