রবিবার , ৪ মে ২০২৫ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ের আপস্ট্রীম জেটিঘাট পুনঃ ইজারা চুক্তির টেন্ডারে  অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
মে ৪, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আপস্ট্রীম জেটিঘাট পুনঃ ইজারা চুক্তির টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ইজারায় অংশ নেওয়া দরপত্র প্রদানকারী মেসার্স ইন্না এন্টারপ্রাইজ, ওয়াগ্গা এন্টারপ্রাইজ, মেসার্স থোয়াইমং ট্রের্ডাস এই বিষয়ে গত বৃহস্পতিবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক বরাবর টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তুলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায় , গত ১২ এপ্রিল কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র  কাপ্তাই এর নিয়ন্ত্রণাধীন আপস্ট্রীম জেটিঘাট পুনঃ ইজারার (টেন্ডার) জন্য দরপত্র ও ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির শর্তাবলী অনুযায়ী ২৮ এপ্রিল দুপুর ১২টার মধ্যে টেন্ডার ড্রপের শেষ সময় এবং একই দিন সাড়ে ১২ টায় কাপ্তাই  বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রশাসনিক দপ্তর এবং চট্টগ্রাম জেলার রাউজানে অবস্থিত চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক অফিসে বসানো দুটি টেন্ডার বক্স এক জায়গায় এনে সকল দরপত্র সমূহ টেন্ডার প্রদানকারী প্রতিষ্ঠানের লোকজনের উপস্থিতিতে খোলার কথা। কিন্তু কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ তা করেন নাই। দরপত্র আহ্বান কমিটি দরপত্রের শর্তাবলী ভঙ্গ করে কমিটির পছন্দনীয় প্রতিষ্ঠানকে ইজারাদার নিয়োগ করার জন্য ২৮ এপ্রিল বেলা সাড়ে ১২ টার পরিবর্তে  দরপত্র প্রদানকারী প্রতিষ্ঠানের লোকজনকে সামনে না রেখে বিকাল ৪টায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বাক্সটি খোলা হয়। কিন্তু চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের  বাক্সটি তখনো আনা হয়নি।  টেন্ডার বক্সটি ২৯এপ্রিল২৫ইং তারিখ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের  চীফ ইঞ্জিনিয়ারের গাড়িতে করে আনা হয়। যা ইজারা বিজ্ঞপ্তি শর্তাবলী ভঙ্গ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। উল্লেখিত তিন প্রতিষ্ঠান আরও অভিযোগ করে বলেন, দরপত্র খোলার সময় আমাদের কাউকে ডাকা হয়নি বরং দরপত্র আহবান কমিটি রাউজানস্থ জনৈক দরদাতাকে ২৯ এপ্রিল সর্বোচ্চ দর দেখিয়ে পাইয়ে দেওয়ার সহযোগিতা করেছে।

দরপত্র আহবান কমিটির অনিয়ম ও দূর্ণীতির তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা এবং অনুমোদিত ইজারা বিজ্ঞপ্তির সকল কার্যক্রম বাতিল করে নতুন দরপত্র ও ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের আহবান জানান তাঁরা।

এই বিষয়ে টেন্ডার  আহবানকারী কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের  উপ-ব্যবস্থাপক (যান্ত্রিক ও সংরক্ষণ) প্রকৌশলী মো. সাইফুর রহমান এর  নিকট মুঠোফোন জানতে চাইলে তিনি জানান, টেন্ডার চিঠি খোলা ও বাক্স খোলা  ভিন্ন বিষয়। রাউজানে অবস্থিত চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের  হতে একদিন পর টেন্ডার বক্স আনা বিষয়ে তিনি  বলেন, এটা সময়ের কারনে হয়েছে। এছাড়া ঘষামাজা করে সর্বোচ্চ রেট দেখিয়ে অন্যকে পাওয়ার বিষয়ে তিনি কিছু জানেনা বলে জানান।

টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম বিষয়ে জানতে চাইলে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, এই বিষয়ে আমি অবগত হয়েছি। এই টেন্ডার প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে আবার পুনঃ টেন্ডার দেওয়ার জন্য বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষের প্রতি আমি জোড় দাবি জানাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাতৃভাষা দিবসে নানিয়ারচরে বিভিন্ন প্রতিযোগিতা

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নতুন ভর্তিকৃত নার্সদের ওরিয়েন্টেশন

বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত উক্যসাইন মারমা আর নেই

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত কাপ্তাইয়ের স্বামীজি মল্লিক 

কাপ্তাইয়ে যুব দিবস পালন

ঈদগাঁওয়ে মাদরাসা থেকে অবৈধভাবে বই বিক্রির অভিযোগ, বই ভর্তি গাড়ি জব্দ

দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা

রাঙামাটিতে প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

সেনা জোনের উদ্যোগে বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার

কাপ্তাইয়ের স্কাউটার এম জাহাঙ্গীর আলম মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত

error: Content is protected !!
%d bloggers like this: