মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাজেক কলেজ নির্মাণে বাঁধা: বন বিভাগের বিরুদ্ধে নিন্দার ঝড়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ

রাঙামাটি জেলার বৃহত্তর বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় কলেজ নির্মাণে বাঁধ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে সাজেকবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। গত মার্চ মাসের প্রথম সপ্তাহে স্থানীয় অভিভাবকরা সাজেক কলেজ নামে বেড়াঘর নির্মাণ কাজ শুরু করে।

মানববন্ধনের অভিযোগ করা হয়, বিশাল আয়তনে সাজেকে কলেজ না থাকায় এসএসসি পাস করার পর অনেক শিক্ষার্থী ঝড়ে যান। অথচ সাজেকে ৩৫টির বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিন উচ্চবিদ্যাল বিদ্যাল রয়েছে।

এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর কয়েকশ শিক্ষার্থী এসএসসি পাস করেন। কিন্তু সাজেকে কলেজ না থাকা অভিভাবকরা খাগড়াছড়ি ও দীঘিনালা গিয়ে তাদের সন্তানদের পড়াশোনা করতে হয়। এতে খরচ যোগানো দেওয়া সম্ভব হয় না। তাই অনেক শিক্ষার্থী ইচ্ছা থাকলেও পড়াশোনা ধারাবাহিক বজায় রাখা হয় না। সেজন্য কয়েক মাস আগে সাজেক ইউনিয়নের গঙ্গারাম উজোবাজার এলাকায় একটি অস্থায়ী বেড়াঘরে কলেজ নিমার্ণ করার উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি বনবিভাগ একটি সাইনবোর্ড টাঙিয়ে কলেজ নির্মাণের কার্যক্রম বন্ধ রাখার নিদের্শ দেয়।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে গঙ্গারাম উজোবাজারে সাজেক এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকও কয়েকশ স্থানীয় পাহাড়ি-বাঙালি এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় মানববন্ধনে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য পরিচয় চাকমা, গ্রাম প্রধান (র্কাবারি) নতুনজয় চাকমা, মহালছড়ি বুধ শিশুঘর স্কুল এন্ড কলেজের শিক্ষক সুমন চাকমাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, অতি দ্রুত কলেজ নির্মাণে বাঁধা তুলে নেওয়া হোক। শিক্ষা গ্রহনের সবার অধিকার রয়েছে। শিক্ষা ও সুবিধা বঞ্চিত সাজেকবাসীরা নিজের উদ্যোগে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের মহৎ কাজ করতে যাচ্ছে। সেখানে বন বিভাগের বাঁধা কেন ? অথচ এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নিমার্ণে সবার সহযোগিতা ও উৎসাহ যোগান দেওয়া দরকার।

সাজেক কলেজ সাজেকের জনমানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, এই স্বপ্নকে যাঁরা আঘাত আনতে চাচ্ছে তাদেরকে আমরা তীব্র নিন্দা ও ঘৃণা করি। অতি দ্রুত বনবিভাগ কর্তৃক বাঁধা প্রত্যাহার করে সাজেক কলেজ নির্মাণের দাবি জানানো হয়।
সাজেকে বনবিভাগের জায়গায় অহরহ শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। কিন্তু এই প্রতিষ্ঠানটি নির্মাণ করতে গিয়ে এত বাঁধা বিপত্তি সৃষ্টি হলো কেন? প্রশাসনের কাছে এধরনের জবাব চান স্থানীয় লোকজন।

উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, যে জায়গায়টিতে কলেজ নির্মাণ করা হচ্ছে, সেই জায়গাটি বন বিভাগের। তাঁরা বন বিভাগ থেকে কোনো অনুমতি নেয়নি। সেজন্য আমরা কলেজ নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য সাউনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুমায় প্রসূতি সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিজু উপলক্ষে রাঙামাটিতে আর্কষনীয় বলি খেলা

বিলাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার মাহফিল

নববর্ষ বরণে নানান কর্মসূচি কাপ্তাই উপজেলা প্রশাসনের

লংগদুতে পেঁয়াজের মূল্য বেশি নেয়ায় মাইনী বাজারে ২ দোকানিকে অর্থদন্ড

সাজেকে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

কাপ্তাইয়ের ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা দিল স্কাউটস

চম্পাঘাট শিশু সদনের ছাত্রাবাস পুনঃসংস্কার ও খেলাধুলা সামগ্রী বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার ও জেলা পরিষদ চেয়ারম্যান

রাঙামাটিতে বিএনপি ও যুবদলের অবস্থান কর্মসূচি পালিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি

নানিয়ারচরে এবার এইসএসসি পরীক্ষার্থি ২১৫ জন

error: Content is protected !!
%d bloggers like this: