গত ১মে থেকে কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রজনন বৃদ্ধির লক্ষে তিন মাসের জন্য সকল প্রকার মাছ আহরণ বন্ধ করেছে বিএফডিসি। তারই ধারাবাহিকতায় মে এবং জুন মাসে কাপ্তাই লেকে অবৈধ ভাবে মাছ আহরণের সময় বিএফডিসির অভিযানে জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৪টি রিং চাই আগুনে পুড়ে ধবংস করেছেন তারা।
মঙ্গলবার(১ জুলাই) সকাল ১১টায় লংগদু উপজেলা পরিষদ মাঠে জব্দ কৃত জাল এবং রিং চাই আগুনে পুড়ে ধবংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(অ.দা.) কফিল উদ্দীন মাহমুদ, বিএফডিসির কর্মকর্তা আকবর হোসেন, লংগদু মৎস্য অফিসের স্টাফ কুদ্দুস সহ পুলিশ প্রশাসন।
এসময় বিএফডিসির কর্মকর্তা আকবর হোসেন বলেন, কাপ্তাই লেকে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধির লক্ষে তিন মাস মাছ আহরণ বন্ধ থাকে। যার বিনিময়ে সরকারের পক্ষ হতে তাদের প্রতিমাসে চাল দেওয়া হয়। কিন্তু কিছু অসাধু ব্যক্তিরা অবৈধ ভাবে মাছ আহরণে ব্যস্ত থাকে। তাই আমরা বিভিন্ন সময় লেকে অভিযান চালিয়ে নৌকা জাল সহ মাছ ধরার উপকরণ পেলে জব্দ করে থাকি। ইতিমধ্যে জাল গুলো পুড়ানো হয়েছে। কিছুদিনের মধ্যে নৌকা গুলো নিলামে দেওয়া হবে।