শিক্ষা-অধিকার- প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভা ও জুলাই পদযাত্রা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের বনরুপাস্থ আমার বাড়ি রেস্তোরাঁয় গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আহবায়ক এম এ বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাবিব আজম। জুলাই পদযাত্রার আলোচনা সভা শেষে একটি পদযাত্রা বের হয়ে বনরুপার হ্যাপি মোড় চত্বর ঘুরে এসে আমার বাড়ির রেস্তোরাঁর সামনে গিয়ে শেষ করা হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাঙামাটি গণ-অধিকার পরিষদের সদস্য সচিব শহিদুজ্জামান রোমান, ছাত্র নেতা ইসমাইল হোসেন, যুব অধিকার পরিষদ নেতা সাখাওয়াৎ হোসেন, শিক্ষক মোঃ জামাল উদ্দিন, ছাত্র নেতা রায়হান চৌধুরী শুভ, রাঙামাটি সরকারি কলেজ ছাত্র নেতা জয় বড়ুয়া, গণঅধিকার পরিষদ সংগঠক সেলিম উদ্দিন, ছাত্র অধিকার আন্দোলনের উপদেষ্টা মোঃ কামাল উদ্দিনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার আন্দোলন ও এদেশের যুবকেরা পারে রাষ্ট্র মেরামত করতে । যারা এখনো ঘুমিয়ে আছেন তারা সবাই ঘুম থেকে জেগে উঠুন। এখন আর ঘুমানোর সময় নেই। এদেশের ছাত্র জনতা একটি বিপ্লব ঘটিয়েছিল। প্রয়োজনে আরেকবার ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজ পথে নামবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন সরকার সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেনি। ধীরে ধীরে এদেশে ছাত্র আন্দোলন ও বিক্রিত হয়ে যাচ্ছে। দেশের সঠিক শিক্ষা রুপরেখা ও রাষ্ট্র সংস্কার জরুরি বলে মনে করেন তারা। জুলাই আগস্ট এ ছাত্ররা প্রাণ দিয়েছিল কোটা সংস্কারের জন্য। কিন্তু এখনো পার্বত্য অঞ্চলে সেই বৈষম্য রয়ে গেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র সংস্কার বিষয়ে কোন কাজই করছে না।
বক্তারা বলেন, ফ্যাসিস্টরা এখনো মাথা চারা দিয়ে উঠছে। অথচ জুলাই গণ-অভ্যুত্থান ও বিপ্লব পরবর্তী সময়ে প্রথম কাজ ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও রাষ্ট্র সংস্কার গুরুত্ব দেওয়া। দেশে এখন একটি মহল চাঁদাবাজিতে ব্যস্ত। রাষ্ট্র মেরামতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নুরুল হক নুর ২০১৮ সাল থেকে রাষ্ট্র সংস্কার ও শিক্ষা সংস্কার নিয়ে আন্দোলন করে আসছে। কিন্ত সংস্কার আন্দোলন আলোর মূখ দেখতে পারছে না। পার্বত্য চট্টগ্রামে যে সকল বৈষম্য চলছে তা মেরামত করতে রাষ্ট্রের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।
এসময় বক্তারা, পি আর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য দাবি তুলে ধরেন। এক বছর অতিবাহিত হয়ে গেল এখনো রাষ্ট্রের কোন একটি বিষয়ও সংস্কার করা হয়নি। ইউনুস সরকারকে বলবো যেখানে যেখানে সংস্কার করার কথা জরুরি ভাবে সেগুলোকে সংস্কার করেন, অন্যথায় দেশে ছাত্র জনতা আপনাকে টেনে হেঁচড়ে গদিচ্যুত করতে বাধ্য হবে। দেশে যে হারে চাঁদবাজি, খুন ও ধর্ষণ বেড়েছে তাতে সরকারের ব্যর্থতা দেখা দিয়েছে।