রবিবার , ২০ জুলাই ২০২৫ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে এনসিপির সমাবেশ ঘিরে উত্তেজনা, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২০, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি—এনসিপির পূর্বঘোষিত পথসভা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাঙামাটিতে। রবিবার (২০ জুলাই) শহরের কেন্দ্রস্থল বনরূপা এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই বিএনপিকে ঘিরে এনসিপি নেতাদের ‘বিরূপ মন্তব্যের’ প্রতিবাদে বিক্ষোভ ও হুঁশিয়ারি জানিয়েছে রাঙামাটি জেলা ছাত্রদল।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টায় জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কাঁঠালতলীতে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অলি আহাদ প্রমুখ। এতে রাঙামাটি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিলসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে এনসিপি নেতারা ‘অপমানজনক ও উসকানিমূলক’ বক্তব্য দিয়েছেন।

বক্তারা বলেন, রাঙামাটিতেও এনসিপি যদি আওয়ামীপন্থী শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তাহলে তা প্রতিহত করা হবে। একইসাথে তারা এনসিপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন পাটোয়ারীকে রাঙামাটিতে অবাঞ্চিত ঘোষণা করেন।

ছাত্রদল নেতারা বক্তব্যে বলেন, নব্য এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারী কক্সবাজারে গিয়ে জননন্দিত নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ ও কুরুচিত মন্তব্য করেছেন। তিনি সহ এনসিপির নেতারা প্রায়শই জাতীয় নেতাদের নিয়ে অশ্রদ্ধাপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবিরোধী বক্তব্য দিয়ে থাকেন। আগামীকাল রাঙামাটিতে যদি বিএনপির কোন নেতাকে নিয়ে অশালীন ও অমার্জিত মন্তব্য করা হয় তাহলে তাদের কে সেখানেই প্রতিহত করা হবে।

বক্তারা আরও বলেন, নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে কিছু নব্য নেতা দেশের বিভিন্ন স্থানে গিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিষোদগার করছেন। তারা জুলাই কে পুঁজি করে রাজনীতি শুরু করেছে। অথচ জুলাই কারো একার না। তারা বীর চট্টলার প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিমের অবদানও শিকার করতে চায় না। তারা যেনো আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। রাঙামাটিতে আওয়ামী লীগের দোসর দিয়ে তারা এনসিপির কমিটি দিয়েছে। আগামীকাল তারা এই আওয়ামী লীগ নেতাদের নিয়ে সমাবেশ কর‍তে পারবে না।

এদিকে কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীর ‘অপমানজনক ও উসকানিমূলক’ বক্তব্যের জেরে শনিবার কক্সবাজারের চকরিয়া ও ঈদগাঁওয়ে এনসিপির পূর্বঘোষিত দুটি পথসভা বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বাধায় পণ্ড হয়ে যায়। চকরিয়ায় সভাস্থলে তৈরি মঞ্চও ভাঙচুর করা হয়। ফলে রাঙামাটতে এনসিপির সমাবেশ ঘিরে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: