কক্সবাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রির্সোস স্টাডিজ (সিএনআরএস) নামক একটি সংস্থা জলবায়ু পরিবর্তন সহনশীল করার নামে ১০ লাখ বাঁশের চারা রোপন প্রকল্পে ব্যাপক অনিয়ম সহ অর্থের নয় ছয়ের অভিযোগ উঠেছে। কোন প্রকার তদারকি ছাড়াই ইচ্ছামতো কাছ চালিয়ে যাচ্ছে।
পরিবেশবাদী সংগঠনের মতে, সিএনআরএস কর্তৃক বাস্তবায়িত ব্যাম্বু ফর ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের বিশাল বাঁশ বনায়ন কর্মযজ্ঞের অনিয়ম খতিয়ে দেখার জন্য তদন্ত জরুরী হয়ে পড়েছে।
সংস্থার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার উখিয়া টেকনাফ রামু ও চকরিয়া এ ৪ টি উপজেলায় ব্যাম্বু ফর ক্লাইমেট অ্যাকশন নামক প্রকল্প শুরু করা হয়েছে। সুইজারল্যান্ডের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এ প্রকল্পটি বাস্তবায়ন করছেন।
সিএ-নআরএস সংস্থাটির আঞ্চলিক কো-অডিনেটর মালয় কুমার সরকার জানান, ২০২৩ সালে এপ্রিল মাসে প্রকল্পটি চালু করা হয়। ব্যাম্বু ফর ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের আওতায় ৪টি উপজেলায় ১০ লাখ বাশের চারা রোপন কর্মসূচি চালু রয়েছে। এটি শেষ হবে আগামী ২০২৬ সালের মার্চ মাসে।
খোঁজখবর নিয়ে জানা যায়, জলবায়ু পরিবর্তন সহ-নশীল করতে ব্যাম্বু ফর ক্লাইমেট অ্যাকশন প্রকল্প বাস্তবায়ন নামে সুইজারল্যান্ডের সরকার থেকে কোটি কোটি টাকা তহবিল সংগ্রহ করে সিএনআরএস।
এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া বনবিভাগের, রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান জানান, সংস্থাটি কোথায় বা কোন গ্রামে বনয়ান বা চারা বিতরণ করছে এমন কোন তথ্য আমার জানা নেই।
সিএনআরএস ফিল্ড অফিসার ও ট্রেইনার স্বপন মোল্লা জানান, ৪ টি উপজেলায় ৫২ হাজার পরিবার উপকারভোগী রয়েছে।
উখিয়া পেশাজীবী সংগঠনের সহ-সভাপতি গফুর মিয়া চৌধুরী জানান, জলবায়ু পরিবর্তন সহনশীলের নামে এনজিও সংস্থা সিএনআরএস কর্তৃক বাস্তবায়িত ব্যাম্বু ফর ক্লাইমেট অ্যাকশন কর্মসূচির বাশের চারা বিতরণ, রোপন এবং চারা উৎপাদনের অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা উচিত।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, ব্যাম্বু ফর ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের আওতায় সিএনআরএস সংস্থাকে কে নদী ভাঙ্গন এলাকায় বাশের চারা রোপনের পরামর্শ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক হামিদ মোহাম্মদ এরশাদ বলেন, জলবায়ু পরিবর্তনে সহনশীল ও পরিবেশ সুরক্ষায় নিঃসন্দেহে বাশ রোপন কর্মসূচি ভালো উদ্যোগ। কর্মসূচির সফল আলোর মুখ দেখতে সিএনআরএস কর্তৃক ১০ লাখ বাশের চারা কি ভাবে বিতরন করা হচ্ছে ও রোপনে অনিয়ম হয়েছে কিনা তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি।